Logo

ধর্ষণের ঘটনায় উত্তপ্ত জাবি: প্রক্টরের পদত্যাগ চায় সাধারণ শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০২:০৪
68Shares
ধর্ষণের ঘটনায় উত্তপ্ত জাবি: প্রক্টরের পদত্যাগ চায় সাধারণ শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

প্রক্টরের পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সজীবুর রহমান, জাবি প্রতিনিধি: ধর্ষণকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। নেক্কারজনক ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে এবং প্রক্টরের পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য সাথে সাক্ষাৎ করেন। 

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের তিন দফা দাবি হল:

 

  • প্রথম দফা দাবি প্রশাসনকে এক ঘণ্টার মধ্যে বাদি হয়ে অভিযুক্তের নামে মামলা করতে হবে।
  • দ্বিতীয় দফা মেয়াদউত্তীর্ণ  শিক্ষার্থীদের আগামি ৭২ ঘন্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিতে হবে।
  • সর্বশেষ দফা বহিরাগতদের আগমনে নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীরা বলেন, বার বার বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টরিয়াল বডি কোন পদক্ষেপ নিতে পারে না অল্পতেই ধামাচাপা দেয়। আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ চাই।

বিজ্ঞাপন

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, প্রক্টরের উপস্থিতিতে রাত একটার দিকে ধর্ষক মোস্তাফিজ ছাত্রলীগের সহায়তায় হল ক্যান্টিনের তালা ভেঙে পেছন দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা প্রক্টরের পদত্যাগ চাই। প্রক্টর তার পদে থাকার নৈতিক যোগ্যতা অনেক আগেই হারিয়েছে। এই ঘটনায়ও তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রক্টরের উপস্থিতিতে ধর্ষক কীভাবে পালিয়ে যেতে পারলো?

বিজ্ঞাপন

অন্যদিকে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটন বলেন, গতকালের ঘটনাটি খুবই দুঃখজনক। আমি এই ঘটনার নিন্দা জানাই। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই আমরা কেদ্রে বিষয়টি জানাই এবং শাখা ছাত্রলীগ থেকে তাকে অব্যাহতি দিয়ে দেই। আপনারা এটাও জানেন যে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কৃত করা হয়েছে। আমরা প্রশাসনকে যথাসম্ভব সাহায্য করবো যাতে এই ঘটনার সুষ্ঠু বিচার হয়।

উল্লেখ্য, ধর্ষণের  দায়ে অভিযুক্ত  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও বহিরাগত যুবক মামুন (৪৫)। মোস্তাফিজ মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক‌।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ধর্ষণের ঘটনায় উত্তপ্ত জাবি: প্রক্টরের পদত্যাগ চায় সাধারণ শিক্ষার্থীরা