অবশেষে চাকা ঘুরলো মেট্রোরেলের

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।
বিজ্ঞাপন
শ্যাওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝি ক্যাবেল ছিঁড়ে যাওয়ায় এক ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল
বিজ্ঞাপন
এর আগে রবিবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভেতরে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। এছাড়া মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্টেশনে থাকা যাত্রীরা।
বিজ্ঞাপন
জানা গেছে, এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস)(বৈদ্যুতিক তার) জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
বিজ্ঞাপন
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাতে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পরেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি