Logo

আজ আবারও বইমেলায় যাবেন মুশতাক-তিশা দম্পতি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০১:২২
158Shares
আজ আবারও বইমেলায় যাবেন মুশতাক-তিশা দম্পতি
ছবি: সংগৃহীত

উত্ত্যক্তকারীদের কারণে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন। পরে এক ভিডিও বার্তায় জানান তিনি মেলাতের আর যাবেন না।

বিজ্ঞাপন

আবারও বইমেলায় যাচ্ছেন আলোচিত খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা দম্পতি । গণমাধ্যমকে এ তথ্য মুশতাক নিজেই জানিয়েছেন।

এর আগে শুক্রবারে (৯ ফেব্রুয়ারি) উত্ত্যক্তকারীদের কারণে বইমেলা থেকে বের হয়ে যেতে বাধ্য হন। পরে এক ভিডিও বার্তায় জানান তিনি মেলাতের আর যাবেন না।

বিজ্ঞাপন

খন্দকার মুশতাক বলেন, “চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাকে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। ঘটনা তা নয়, আমাকে ক্রমাগত উত্ত্যক্ত করা হয়েছে। আমার বই ছিঁড়ে ফেলা হয়েছে। আমাকে বাজে কথা বলা হয়েছে। কটূ শ্লোগান দেওয়াক হয়েছে। মেলার পরিবেশ রক্ষার্থেই আমরা বেরিয়ে এসেছি। তাই আমি থানায় গিয়ে জিডি করে করেছি। পুলিশের সহায়তা চেয়েছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আজ আজ ৩ টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর গেট দিয়ে বই মেলায় প্রবেশ করবো।”

বিজ্ঞাপন

এবারের অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের কয়েকটি বই বের হয়েছে। মুশতাক ঘটনা জানিয়ে বলেন, “গত৭ তারিখে আমার বই মেলায় এসেছে। সেদিন গিয়েছিলাম আর গতকাল গিয়েছি। সেখানে সবকিছুই ভালো ছিল, মেলায় যখন ঢুকছিলাম তখনও খুবই আনন্দময় পরিবেশ ছিল। একেকটি পরিবারের সকলেই আমাদের সঙ্গে ছবি তুলছিল। কিন্তু মেলায় যখন আমি তিশা ছিলাম, মানুষজনের সঙ্গে সেলফি তুলছিলাম কিংবা অটোগ্রাফ দিচ্ছিলাম- তখন কিছু মানুষ শ্লোগান তুললো, বলছিল- মুশতাক ভাই, মুশতাক ভাই। ভাবলাম কোনো রাজনৈতিক মিছিল শুরু হলো নাকি। পরে তারা বাজে আচরণ করায় বের হয়ে আসি আমরা। আমাদের কেউ বিতাড়িত করেনি।”

বিজ্ঞাপন

অসম বয়সের বিয়ের কারণে সোস্যাল মিডিয়ায়  ভাইরাল হন এই দম্পতি। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

আজ আবারও বইমেলায় যাবেন মুশতাক-তিশা দম্পতি