Logo

দালাল ধরতে সরকারি হাসপাতালে অভিযানে র‍্যাব

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ২৪:০৮
54Shares
দালাল ধরতে সরকারি হাসপাতালে অভিযানে র‍্যাব
ছবি: সংগৃহীত

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযানে নেমেছে র‌্যাব-২ এর একাধিক দল।

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল বিরোধী অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে অভিযানে নেমেছে র‌্যাব-২ এর একাধিক দল। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ সংবাদমাধ্যমকে বলেন, “সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। তারা সেখান থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে নিয়ে বেশি বিল করে কমিশন বাণিজ্য করছে তারা। এজন্য, শেরে বাংলা নগর এলাকার শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এসব দালাল ও প্রতারক ধরতে একযোগে অভিযান চালানো হচ্ছে”। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD