Logo

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন আবুল বাশার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৪, ০৩:৫২
37Shares
অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন আবুল বাশার
ছবি: সংগৃহীত

তিনি আর্থিক খাত সংস্কার প্রকল্পে (ঋঝজচ) গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

উপব্যবস্থাপনা পরিচালক  হিসেবে পদোন্নতি পেলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র মহাব্যবস্থাপক মো. আবুল বাশার। 

তিনি ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতে তিনি আর্থিক খাত সংস্কার প্রকল্পে (ঋঝজচ) গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখার শাখা প্রধান, বিভাগীয় প্রধান এবং সার্কেল প্রধান হিসেবে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিট্যান্স হাউজ এর সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অগ্রণী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালায় বৈদেশিক বাণিজ্য বিষয়ে গেষ্ট স্পিকার  হিসেবে সেশন পরিচালনা করে থাকেন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

পেশাগত প্রয়োজনে বাশার দেশে, বিদেশে বিভিন্ন সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন। 

ছাত্রজীবনে মো. আবুল বাশার একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি বোর্ড স্ট্যান্ডধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণী প্রাপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ করেন।

বিজ্ঞাপন

মো. আবুল বাশার  চাঁদপুর জেলার মতলব পৌরসভাস্থ নবকলস গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আব্দুস সাত্তার মিঞা ও মাতা মিসেস শাহানা আক্তার। তিনি তিন কন্যা সন্তানের গর্বিত জনক এবং তাঁর স্ত্রী কলেজ শিক্ষিকা ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD