Logo

ফরজ গোসলের পর আবার অজু করতে হবে কি?

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৪, ০৪:৪৪
228Shares
ফরজ গোসলের পর আবার অজু করতে হবে কি?
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল ফরজ হয়ে যায়।

বিজ্ঞাপন

আরবী শব্দ থেকে এসেছে গোসল। এই শব্দটি  বাংলায়ও প্রচলিত। গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধৌত করা। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল ফরজ হয়ে যায়। 

কারণগুলো হলো,

বিজ্ঞাপন

১. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করানো ফরজ হয়।

বিজ্ঞাপন

২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হওয়ার পর গোসল ফরজ হয়।

৩. নারীদের মাসিক বা নেফাসের বন্ধ হলে গোসল ফরজ হয়।

বিজ্ঞাপন

৪. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।

বিজ্ঞাপন

ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল হয় না।

বিজ্ঞাপন

যদি কেউ যখন ফরজ গোসল করে, তখন গোসলের সাথে তার অজুও হয়ে যায়। অজুর সময় যে অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা ফরজ, গোসলের সময় সেগুলো ধৌত করা হয়। তাই গোসল করার পর নামাজের জন্য পৃথক অজু করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

আয়েশা (রা.) বলেছেন, “আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরজ গোসলের পর অজু করতেন না। (সুনানে ইবনে মাজা: ৫৭৯)”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD