যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে বিল পাস

এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করা হয়। অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স।
বিজ্ঞাপন
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধে যুক্তরাষ্ট্রে পাস হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করা হয়। অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স।
বিজ্ঞাপন
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
সংশ্লিষ্টরা বলছেন, “টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বি-দলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: আবারও বিভ্রাটের মুখে ফেসবুক
বিজ্ঞাপন
এদিকে এদিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে অ্যাপ টিকটক। এক বিবৃতিতে এই বিলকে “দুর্ভাগ্যজনক” আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।
জেবি/এসবি








