চার বিভাগে ৮০ কি.মি. বেগে ঝড় হতে পারে

উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
দেশের চারটি বিভাগের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত তোলা হয়েছে।
শনিবার (৪ মে) এমন পূর্বাভাস এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যেদিন থেকে বৃষ্টি বাড়বে
এদিকে, অপর এক সতর্কবার্তায় তিনি জানান, খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শনিবার সন্ধ্যে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ের খবর দিল আবহাওয়া অফিস
বিজ্ঞাপন
টানা ৩৫ দিন ধরে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ইতোমধ্যে এপ্রিলে পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। তবে আবহাওয়া অফিস জানায়, চলতি সপ্তাহে তাপপ্রবাহ কেটে যেতে পারে।
জেবি/এসবি








