Logo

‘শুক্রবারে মেট্রো‌রেল চালুর খবর সত্য নয়’

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০৮:০৯
70Shares
‘শুক্রবারে মেট্রো‌রেল চালুর খবর সত্য নয়’
ছবি: সংগৃহীত

সিদ্ধান্ত হ‌লে গণমাধ্যম‌কে অবশ্যই জানা‌নো হ‌বে

বিজ্ঞাপন

মেট্রোরেল শুক্রবার চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে যে সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন ডিএম‌টি‌সিএ‌লের ব্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে এ কথার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, শুক্রবার মেট্রোরেল চলাচলের সংবাদটি সত্য নয়, এটা সম্পূর্ণ গুজব। শুক্রবারে ট্রেন চালা‌নোর সিদ্ধান্ত দূ‌রে থাক, এখ‌নও এমন কো‌নো প্রস্তাবই পরিকল্পনায় নেই। সিদ্ধান্ত হ‌লে গণমাধ্যম‌কে অবশ্যই জানা‌নো হ‌বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন বেশ কয়েকটি সংবাদমাধ্যমে জানানো হয়, যাত্রী সাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিএমটিসিএলের সূত্র উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমগুলো দাবি করে, আগামী জুলাই থেকে শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

বর্তমানে মেট্রোরেলে সপ্তাহের ৬ দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা কার্যক্রম চলছে। শুধু একদিন শুক্রবার বন্ধ থাকে মেট্রোরেল চলাচল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমান সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও দিনের শেষে ট্রেনটি রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

‘শুক্রবারে মেট্রো‌রেল চালুর খবর সত্য নয়’