Logo

জাপানি ক্যালিগ্রাফি শিল্পীর ওয়ার্কশপে উচ্ছ্বসিত শিশুরা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৪, ০২:৩৮
80Shares
জাপানি ক্যালিগ্রাফি শিল্পীর ওয়ার্কশপে উচ্ছ্বসিত শিশুরা
ছবি: সংগৃহীত

এরপর বড় ব্রাশটি দিয়ে ক্যালিগ্রাফি করেন

বিজ্ঞাপন

জাপান এম্বেসির আয়োজনে বাংলাদেশে এসেছেন জাপানের বিখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা। 

শুক্রবার (১৭ মে) সকালে হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্রে সাতোকা আজুমা "শোদো ওয়ার্কশপ-দ্য আর্ট অফ জাপানিজ ক্যালিগ্রাফি" নামক একটি ওয়ার্কশপ পরিচালনা করেন। উক্ত ওয়ার্কশপে বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্র, কেরানীগঞ্জ-এর শিশুরা অংশগ্রহণ করে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওয়ার্কশপ এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা জাপানি ক্যালিগ্রাফি দর্শনের উপর একটি লেকচার প্রদান করেন এবং একটি বিশাল ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শন করেন। এরপর বড় ব্রাশটি দিয়ে ক্যালিগ্রাফি করেন। 

জাপানি ক্যালিগ্রাফি শিল্পী সাতোকা আজুমা এই কর্মশালার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের ভাষা ও সংস্কৃতির আদান-প্রদান হবে। সাসংস্কৃতিক বিকাশে এই আদান-প্রদান ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর সাতোকা আজুমা বিভিন্ন স্কুল থেকে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদেরকে ক্যালিগ্রাফি করতে সাহায্য করেন। বাংলাদেশ শিশু একাডেমির শিশু বিকাশ কেন্দ্র, কেরানীগঞ্জ-এর শিশুরা আগ্রহের সাথে কর্মশালায় অংশগ্রহণ করে এবং জাপানিজ ভাষা ক্যালিগ্রাফি করে। একই কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে অংশগ্রহণকারী শিশুরা। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD