Logo

আবারও তাপপ্রবাহ চোখ রাঙাচ্ছে চুয়াডাঙ্গায়

profile picture
জনবাণী ডেস্ক
১৮ মে, ২০২৪, ০৭:১০
76Shares
আবারও তাপপ্রবাহ চোখ রাঙাচ্ছে চুয়াডাঙ্গায়
ছবি: সংগৃহীত

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ পুনরায় বাড়তে শুরু করেছে। 

শুক্রবার (১৭ মে) এই জেলায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরমে মানুষের জীবনে নেমে এসেছে অস্বস্তি।

বিজ্ঞাপন

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সাতদিন ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে মঙ্গলবার (১৪ মে) থেকে আবারও তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবন ভোগান্তিতে পড়েছে।

বিজ্ঞাপন

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে সীমান্তবর্তী এ জেলায়। গত ৩০ এপ্রিল বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD