Logo

দশ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে ডিবি

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৪, ০৪:০৮
দশ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে ডিবি
ছবি: সংগৃহীত

মামলার মূল রহস্য উৎঘাটন ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত

বিজ্ঞাপন

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় গ্রেফতার ও পলাতক দশ আসামির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়ে আদালতে আবেদন করেছে ডিবি পুলিশ। 

সোমবার (৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামিরা হলেন- শিমুল ভুইয়া ও শিহাব ও ফজল মোহাম্মদ ভুইয়া ও আমানুল্যা সাইদ, তানভীর ভূইয়া, সেলেষ্টি রহমান, আক্তারুজ্জামান শাহীন, মো. সিয়াম হোসেন, ফয়সাল আলী, মোস্তাফিজুর রহমান, চেলসি চেরী ও আরিয়া, তাজ মোহাম্মদ খান হাজী, মো. জামাল হোসেন।

বিজ্ঞাপন

আবেদনে তিনি উল্লেখ করেন, মামলার মূল রহস্য উৎঘাটন ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের এনআইডি ও পাসপোর্ট নাম্বারের বিপরীতে কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে তাহার তথ্য সরবরাহ করার জন্য “হেড অফ বাংলাদেশ এফআইইউ, (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট), মতিঝিল, ঢাকা” বরাবর আদেশ প্রদান করতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD