কুবি শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি ১৮ দিনে গড়াল

তাদের যে ক্ষতি হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করে ক্লাস পরিক্ষা দ্রুত চালু করে সে ক্ষতি পুষিয়ে দিব।
বিজ্ঞাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও কোষাধ্যক্ষ ড. মো: আসাদুজ্জামান বিরুদ্ধে অছাত্র ও বহিরাগত কর্তৃক শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে উভয়ের পদত্যাগ ও অপসারণের একদফা দাবিতে ১৮ তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি।
বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টা থেকে ১ টা অবধি এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
অবস্থান কর্মসূচির ব্যাপারে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মাহমুদুল হাছান বলেন, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তারই অংশ এ অবস্থান কর্মসূচি। আমরা চাই মাননীয় উপাচার্যের পদত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিবেন। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।
বিজ্ঞাপন
তাছাড়া শিক্ষার্থীদের ব্যাপারে বলতে চাই, তাদের যে ক্ষতি হয়েছে আমরা সর্বাত্মক চেষ্টা করে ক্লাস পরিক্ষা দ্রুত চালু করে সে ক্ষতি পুষিয়ে দিব।
উল্লেখ্য, উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে গত ৬ মে থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে কুবি শিক্ষক সমিতি।
বিজ্ঞাপন
এসডি/