Logo

অনুমোদনহীন হাট বসালে পশু জব্দ: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৪, ২৩:২৭
42Shares
অনুমোদনহীন হাট বসালে পশু জব্দ: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখতে হবে

বিজ্ঞাপন

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় কোরবানির পশুর হাট বসালে পশু জব্দ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ফাঁকা জায়গায় হাট বসালে সংশ্লিষ্টদের আটক করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৭ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ার করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ডিএমপি কমিশনার বলেন, আমরা সব ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট বসাবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন পশু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখতে হবে।

তিনি বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এর পাশাপাশি সাইবার টহলও থাকবে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD