Logo

ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ইবিতে সমাবেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৪, ০৩:৫৫
76Shares
ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ইবিতে সমাবেশ
ছবি: সংগৃহীত

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে দিনে ৮৭টা ধর্ষণের মামলা হয়

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আর জি কর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মৌমিতা দেবনাথকে গণধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের ডায়না চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে শিক্ষার্থীরা মৌমিতাসহ ভারতে বিভিন্ন সময়ে সংঘটিত সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়াও বাংলাদেশে রাজনৈতিক ছত্রছায়ায় সংঘটিত ধর্ষণসহ সকল ধর্ষণ মামলার দ্রুত বিচার কাজেরও জোর দাবি তোলেন তারা। বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তাদের।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে দিনে ৮৭টা ধর্ষণের মামলা হয়। বাংলাদেশেও দৈনিক ১৪টি ধর্ষণ মামলা হয়। যার কোনোটিরই দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। এসব বিষয়ে জেগে উঠার সময় হয়েছে এখন। এ ধরণের ঘটনায় যেন কেউ বৈষম্যের শিকার না হয়। সবগুলো মামলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা আরও বলেন, আমরা ভারতকে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে দেখেছি। যাদের নিজেরই বিচার ব্যবস্থার ঠিক নাই তারা কেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে আসে। আগে নিজের দেশের ব্যবস্থা ঠিক করেন। তারপর অন্যকে নিয়ে কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ভারতে ধারাবাহিকভাবে গণধর্ষণ হচ্ছে। আলোচিত ঘটনাগুলোরও তারা সুষ্ঠু বিচার করতে পারেনি। ভারত যদি এসবের ব্যাপারে ব্যবস্থা না নেয়। আমরা চুপ থাকবো না। আলোচিত এবং যেগুলো সামনে আসেনি সেগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশেও অনেক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা তার সঠিক বিচার পাইনি। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ আপনারা এসবের বিচার নিশ্চিত করুন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ইবিতে সমাবেশ