হাজার টাকার নোট বাতিল করা হবে কিনা, জানালেন অর্থ উপদেষ্টা

আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এক হাজার টাকার নোট নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। এটা বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।
মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, “এগুলো নিয়ে হা বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।”
আরও পড়ুন: ইসলামী ব্যাংকের ৬ ডিএমডি বরখাস্ত
আপনি কী বলছেন এটি গুজব- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার দিক থেকে কিছু বলিনি। সুতরাং গুজব আমি কমেন্ট করবো না। এটি বাংলাদেশ ব্যাংকের ব্যাপার।”
জেবি/এসবি
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
