Logo

বন্যার্তদের পাশে দাঁড়ালো ইবির গাড়ি চালকরা

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৪, ০১:৪৪
32Shares
বন্যার্তদের পাশে দাঁড়ালো ইবির গাড়ি চালকরা
ছবি: সংগৃহীত

সকলের চলতি মাসের বেতন থেকে এক হাজার টাকা করে কর্তন করে সমিতির একাউন্টে পাঠানো হবে

বিজ্ঞাপন

বন্যার্তদের পাশে দাঁড়াতে নিজেদের বেতন থেকে এক হাজার করে টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাড়ি চালকরা।

বিজ্ঞাপন

রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের  গাড়ি চালকদের সংগঠন সহায়ক (টেকনিক্যাল) কর্মচারী সমিতির জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সভাপতি মোফাজ্জেল হোসেন লাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, সমিতির সদস্য সংখ্যা ৩৯জন। সকলের চলতি মাসের বেতন থেকে এক হাজার টাকা করে কর্তন করে সমিতির একাউন্টে পাঠানো হবে। পরে সেখান থেকে আরও অতিরিক্ত এক হাজার টাকা যুক্ত করে মোট ৪০ হাজার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন তারা। সমিতির একাউন্টে টাকা পাঠনোর প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে হিসাব শাখা বরাবর আবেদনও দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইবির শিক্ষক ও কর্মকর্তারা। এদিকে জন্মাষ্টমী উদযাপনের অর্থের একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেবে পূজা উদযাপন পরিষদ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তিউদ্যোগে ও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ সহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা করছেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD