৪ দিনের রিমান্ডে টিপু মুনশি

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতিস্মরণী রাস্তার উপর আসামীরা এলোপাতারীভাবে গুলি করে ছেলে মো. সুমন সিকদার (৩১) কে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি