Logo

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৩
64Shares
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি

বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিযুক্ত হন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা হতে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিয়োগের শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ড. জাহাঙ্গীর আলম থাইল্যান্ডের স্কুল অফ এনভায়রনমেন্ট, রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (এআইটি) থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে সামাজিক কাঠামো, সামাজিক সমস্যা, নগর পরিবেশ এবং নগর ভূমি ব্যবস্থাপনা। আন্তর্জাতিক জার্নালে ২২টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD