বিশ্ববাজারে চালের দাম কমছে

অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে গেল বছরের জুলাইয়ে চাল
বিজ্ঞাপন
বিশ্ব বাজারে চালের দাম কিছুটা কমেছে। বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত সম্প্রতি সেদ্ধ চালের ওপর থেকে রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই চালের দাম কমতে শুরু করে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে থাইল্যান্ডের চাল রফতানির গড় মূল্য টনপ্রতি ৫২৯ ডলারে নেমে এসেছে, যা আগের মাসের চেয়ে ৮ শতাংশ কম। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে থাই চালের রফতানিমূল্য ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সে তুলনায় এখন দাম কমেছে ২১ শতাংশ। সেই সঙ্গে ভারতেও ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৪৫০ থেকে ৪৮৪ ডলার, গত বছরের আগস্টের পর যা সর্বনিম্ন। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম আগের সপ্তাহে ছিল টনপ্রতি ৪৬০ থেকে ৪৯০ ডলার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গেল সপ্তাহে দেশটিতে চালের দাম জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভিয়েতনামে গত বৃহস্পতিবার ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৫৩২ ডলারে বেচাকেনা হয়েছে, গত সপ্তাহে যা ছিল ৫৩৭ ডলার।
বিজ্ঞাপন
অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে গেল বছরের জুলাইয়ে চাল রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ফলে গত এক বছরের কম সময়ের মধ্যে চালের দাম ৩০ শতাংশের বেশি বেড়ে যায়।
বিজ্ঞাপন
জাপানের আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান গবেষণা কেন্দ্রের গবেষক মাইইউকি আইয়ামা বলেন, “বৈশ্বিক চালের বাজার নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ”
গত ২০২২-২৩ অর্থবছরে ভারত ২০.২৫ মিলিয়ন ডন চাল রফতানি করে, যা বৈশ্বিক চাহিদর ৩৭ শতাশং। এরপরই এ তালিকায় রয়েছে থাইল্যান্ড এবং ভিয়েতমান। সূত্র: নিক্কেই এশিয়া
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








