Logo

সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা

profile picture
জনবাণী ডেস্ক
৬ নভেম্বর, ২০২৪, ০৭:৩২
164Shares
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা
ছবি: সংগৃহীত

এসময় হামলাকারীরা মাজা‌রের দানবাক্স নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি

বিজ্ঞাপন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে হয়রত হাজী খাজা শাহবা‌জ (রহ:) এর মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ক‌রা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মাজা‌রে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন মাজারের খা‌দেম জহিরুল ইসলাম। এসময় হামলাকারীরা মাজা‌রের দানবাক্স নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনু‌ষ্ঠিত হ‌য় হেফাজত ইসলামের ইসলামী মহাসম্মেলন। দাওয়াত ও তাবলিগ, কওমী মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষে এ সম্মেলনে হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুস‌ল্লিরা অংশ নেন। সকাল নয়টায় মহাসম্মেলন শুরু হওয়ার কথা থাক‌লেও ফজরের পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে আস‌তে থা‌কেন হাজার হাজার ধর্মপ্রাণ মুস‌ল্লিগণ। ভোর থে‌কে আলোচনা শুরু হয়। এরই ম‌ধ্যে সকাল এগা‌রোটার দি‌কে একদল “তৌ‌হি‌দি জনতা” হয়রত হাজী খাজা শাহবা‌জের (রহ.) মাজা‌রে যান। সেখা‌নে গি‌য়ে তারা তাণ্ডবলীলা চালান। এসময় মাজা‌রে দা‌য়িত্বরত ব্যক্তিরা বাধা দি‌তে আস‌লে তা‌দেরও মারধর করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, মাজা‌রের ভিত‌রের পর্দা ছি‌ড়ে ফেলা হ‌য়ে‌ছে। লোহার রেলিং ভাঙা হ‌য়ে‌ছে। তাছাড়া এ ঘটনার পর উধাও মাজারের দানবাক্স। 

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে মাজা‌রের খা‌দেম জহিরুল ইসলাম ব‌লেন, ‘সকাল এগা‌রোটার দি‌কে তারা এসেই আমাদের গেটের বাইরের ব্যানার পোস্টার ছিড়ে ফেলে। আমাদের মাজারের ভিতরের যে সকল ভক্ত ছিল সবাইকে মারধর করে। তারা জুতা পরে মাজারে প্রবেশ করে এবং লোহার রেলিং ভেঙে ফেলে। তিনটি দান বাক্স ছিল সেগুলো তারা নিয়ে গেছে। এ সময় তারা এখানে একজন মহিলাকেও মারধর করেছে। ঘটনার এক পর্যায়ে আমরা সেনাবাহিনীকে খবর দেই। সেনাবাহিনী আসার কারণে তারা আমাদের মাজার পুরোপুরি ভাঙতে পারে নাই। এ সময় সমাবেশ শেষে তারা আমাদের মাজারে আবারও হামলা করবে ব‌লে হুম‌কি দি‌য়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষ‌য়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খা‌লেদ মুনসুর ব‌লেন, ‘এ ধর‌নের ভঙচুরের কোনো খবর পাইনি। আর কেউ অভিযোগ দেয়নি আমাদের কাছে।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD