Logo

আজ বিশ্ব উদারতা দিবস

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪, ২৪:০০
48Shares
আজ বিশ্ব উদারতা দিবস
ছবি: সংগৃহীত

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

বিজ্ঞাপন

মানুষ মানুষের জন্য,  জীবন জীবনের জন্য , একটু সহানুভূতি কি মানুষ  আসলেই পেতে পারে না?’-ভূপেন হাজারিকার এই গানের কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে ক’জনার বা মনে থাকে!

বিজ্ঞাপন

ব্যস্ত জীবনে সবাই সবার মতো করে ছুটে চলেছি, কারও দিকে এক পলক দেখা  বা কারও জন্য এক মুহূর্ত থামার অবকাশ আমাদের মধ্যে নেই। অথচ যুদ্ধ, সংঘাত, অশান্তি, অভাব আর অবক্ষয়ের এই সময়ে আমাদের এখন আগের চেয়েও বেশি আন্তরিকভাবে একে অন্যের পাশে দাঁড়ানো প্রয়জন।

বিজ্ঞাপন

প্রত্যেটি মানুষের মধ্যে থাকা ইতিবাচক শক্তি যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং অন্যের প্রতি ঘৃণা বা হিংসা দূর হয়, আর  সে উদ্দেশ্যেই প্রতি বছর ১৩ নভেম্বরে পালন করা হয় বিশ্ব উদারতা বা দয়া দিবস।

ডেজ অব দ্য ইয়ারের তথ্যমতে, ১৯৯৭ সালের ১৩ নভেম্বর কিছু মানবাধিকার গোষ্ঠী মিলে ‘সহানুভূতির ঘোষণা’ দেওয়ার  মধ্য দিয়ে দিনটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করে। এটি ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট বা বিশ্ব উদারত বা দয়া আন্দোলনের একটি অংশ।

বিজ্ঞাপন

এই দিবসটি এখন বৈশ্বিক উদযাপনে পরিণত হয়েছে যা মনে করিয়ে দেয় উদারতা, সহানুভূতি, অনুগ্রহ, ক্ষমা প্রভৃতি মানবীয় গুণাবলি কীভাবে পৃথিবী বদলে ভূমিকা রাখতে পারে। 

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র, ভারত,  কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে পালিত হচ্ছে এ দিবস। এ দিবসে ডান্স শো, কনসার্ট, তহবিল সংগ্রহ ইত্যাদি বিভিন্ন ধরণের কার্যক্রমের আয়োজন করা হয়। ছোট থেকে বড়  শুরু করে সব বয়সী মানুষের উদারতার প্রচেষ্টাকে প্রশংসা এবং উৎসাহিত করা হয় আজকের এই দিনেটিতে। 

সুধু মানুষ নয় প্রাণিরাও আমাদের সমান উদারতা ও ভালবাসা পাওয়ার যোগ্য

বিজ্ঞাপন

আজকাল যে কনো ব্যক্তিকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল করাে অথবা ‘হেইট স্পিচ’ দেওয়া খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে। অথচ মানুষ  যখন একটু ভালো ব্যবহার পায়, প্রতিদিনের কাজে উৎসাহ পায়, তখন তাঁর পক্ষে অনেক বড় বড় বাধাও অতিক্রম করাটা সক্ষম হয়ে যায়। মানুষকে তাই উৎসাহিত ও প্রসংসা করুন । 

বিজ্ঞাপন

আপনার আশেপাশের মানুষগুলোর মনের ভালো মন্দ কথাগুলো শুনুন, তাদেরকে গুরুত্ব দিন। একে অন্যের পাসে দাড়াঁন  পাশে দাঁড়ান। আজকের দিনটাতে এমন একজন বন্ধু অথবা পরিবারের সদস্যের সাথে কথা বলুন যার সাথে দীর্ঘদিন ধরে কথা বলেননি। মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণিকেও যথাসাধ্য সাহায্য করুন এবং ভালোবাসুন। 

বিজ্ঞাপন

 আপনি অবশ্যই জানেন, নানানভাবে উদারতা প্রকাশ করা সম্ভাব! প্রয়োজন শুধু আপনার সদিচ্ছার।     

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD