কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে না কোনো ট্রেন

কমলাপুর রেলস্টেশন থেকে থেকে ছাড়ছে না কোনো ট্রেন
বিজ্ঞাপন
ঢাকার মহাখালীতে অটোরিকশা চালকদের রেললাইন অবরোধের কারণে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে না কোনো ট্রেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন কমলাপুর ছেড়ে যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাখালীতে রেললাইন অবরোধের কারণে ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না। সকাল ১০টা থেকে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি ঠিক হলে তারপরই ট্রেন চলাচল করবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন:পুরান ঢাকায় অটোরিকশা চালকদের বিক্ষোভ
বিজ্ঞাপন
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অধিকাংশ যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্মে অলস সময় কাটাতে দেখা গেছে।
আরএক্স/