Logo

বিয়ে করা হলো না তামান্নার, প্রাণ গেল ডেঙ্গুতে

profile picture
জনবাণী ডেস্ক
২২ নভেম্বর, ২০২৪, ২৩:৫৪
67Shares
বিয়ে করা হলো না তামান্নার, প্রাণ গেল ডেঙ্গুতে
ছবি: সংগৃহীত

বিয়ে করা হলো না তামান্নার, প্রাণ গেল ডেঙ্গুতে

বিজ্ঞাপন

ইসরাত জাহান তামান্নার (২৩) আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিয়ে হওয়ার কথা ছিল। ছেলে মোহাম্মদ সাহেদ থাকেন প্রবাসে। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। বাড়িতে চলছিল উৎসবের আমেজ। কিন্তু সব আনন্দ-উচ্ছ্বাস ম্লান করে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তামান্নার জীবন ও স্বপ্ন নিমেষেই কেড়ে নিল ডেঙ্গু।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) রাতে ইসরাত জাহান তামান্না মারা যান তিনি।

বিজ্ঞাপন

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায়। ওই এলাকার দিদারুল আলমের মেয়ে তামান্না।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাত জাহান তামান্নার সঙ্গে পারিবারিকভাবে নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সাহেদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সাহেদ প্রবাসী। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তানিয়ার গায়ে জ্বর দেখা দেয়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

বিজ্ঞাপন

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। ভাগ্নিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগ্নি মারা গেলো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ওমানে থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে আসছে। কিন্তু দুঃখের বিষয় ভাগ্নি পৃথিবীতে আর নেই।’

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD