Logo

প্রথম আলো’র কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৪, ০৬:২৮
73Shares
প্রথম আলো’র কার্যালয়ের সামনে জিয়াফত কর্মসূচি
ছবি: সংগৃহীত

এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে

বিজ্ঞাপন

কাওরান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ের সামনে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে গরু জবাই করার কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালিত হচ্ছে। সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের তওবা করানোর জন্য এ জিয়াফতের আয়োজন করা হয়েছে। 

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে সংবাদপত্রটির কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা সেখানে কালো রঙয়ের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার  ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে একই ব্যানারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রথম আলোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) ডেইলি স্টারের পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। পরে সেখান থেকে পত্রিকা গুলোর কার্যালয়ের সামনে গরু জবাই করার ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী। তাদের দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন। অংশগ্রহণকারীদের দাবি, ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরেজমিন প্রথম আলোর সামনে গিয়ে দেখা যায়, বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন। তাদের ব্যানারে লেখা রয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো-ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’। এছাড়া আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ডসহ স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। বেলা সাড়ে ১২টার দিকে কার্যালয়ের সামনে তারা একটি গরু জবাই দেন। সেখানেই রান্নার আয়োজন করা হচ্ছে। এমন কর্মসূচি দেখতে কয়েকশ উচ্ছুক জনতা সেখানে ভিড় করেছে।

এদিকে গরু জবাই কর্মসূচিকে ঘিরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD