Logo

সংখ্যালঘু ইস্যুতে ফিরতে চায় আওয়ামী লীগ: উমামা ফাতেমা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, ০৫:৩০
38Shares
সংখ্যালঘু ইস্যুতে ফিরতে চায় আওয়ামী লীগ: উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও ফিরতে চায়

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুর ইস্যুটি একটি সেনসিটিভ বিষয়। এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও ফিরতে চায়। হয়ত আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিন্তু সংখ্যালঘু কার্ড আজীবন খেলে যাবে।

বুধবার (২৭ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোক এবং সম্প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমাদের রাজনীতিতে এই বিষয়টা সবসময় বজায় রাখতে চাইবে তারা। যাতে ভারত বা আওয়ামী লীগ এই সমস্যা নিয়ে রাজনীতি করতে পারে।

তিনি বলেন, গত ৫ আগস্ট যখন স্বৈরাচার  শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান। তখন তার শেষ ট্রাম্পকার্ড ছিল সংখ্যালঘুর ওপর আক্রমণ করা। তিনি দেখাতে চেয়েছিলেন বাংলাদেশে একটা ইসলামী আন্দোলন হয়েছে। এ দেশের মুসলমানরা হিন্দুদের বিপদে ফেলবে, তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নেই। এই পথ সৃষ্টি করেছে ভারত। ৫ আগস্টের পর থেকে ভারতের মিডিয়া সংখ্যালঘুর বিষয়টি সামনে এনে যেভাবে লিখছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে এখনো হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি মনে করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সারা পৃথিবীর কাছে বিষয়টি জানান দেওয়া। ভারত তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের নামে অনবরত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা উচিত ছিল। কিন্তু সরকারের অবস্থা দেখেছি, তারা ভারতকে ছাড় দিতে চাচ্ছিল।

উমামা ফাতেমা বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের কোনো বিচার হয়নি, তাদেরকে গ্রেফতার করা হয়নি। যদি তাদেরকে গ্রেফতার করা হতো তাহলে আ জ ম নাসিরের লোক কীভাবে ইসকনের পেছনে কলকাঠি নাড়ে? তাদের তো আজ জেলখানায় থাকার কথা ছিল।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD