Logo

ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫০
33Shares
ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
ছবি: সংগৃহীত

ডুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বিজ্ঞাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং নেতৃত্বদানের মতো নানাবিধ ভালো গুণাবলি অর্জনে ভূমিকা রাখে। এছাড়া শারীরিক, মানসিক শক্তি অর্জনসহ আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা একান্তভাবে জরুরি। তাই আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়ে এসব গুণাবলি অর্জনের মাধ্যমে একজন ভালো প্রকৌশলী তথা একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।' তিনি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছাত্রদের বলেন, ‘এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ তোমাদের শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নিয়মানুবর্তিতা শেখার মাধ্যমে একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখবে।'

বিজ্ঞাপন

এই আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০টি দল অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্থানীয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD