Logo

মহান আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন হযরত আদম ও নূহ (আ.)

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারী, ২০২৫, ২৩:৩২
36Shares
মহান আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন হযরত আদম ও নূহ (আ.)
ছবি: সংগৃহীত

প্রতিটি মমিন মসলমানের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়া।

বিজ্ঞাপন

প্রতিটি মমিন মসলমানের জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয় দোয়া। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সর্বোত্তম ইবাদত ও ইবাদতের মূল বলে অভিহিত করেছেন। দোয়া প্রতিটি মুমিনের জীবনের শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি ও ঈমানের শক্তি বৃদ্ধির হাতিয়ার হলো দোয়া। মহান আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি দোয়া করা জরুরি।

বিজ্ঞাপন

যুগে যুগে যেসব নবী-রাসুল এসেছে তারা সমগ্রহ বিশ্ববাসীর কল্যাণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছেন। যা সবার জন্য অনুকরণীয়। আদি পিতা হযরত আদম আ. ও নূহ আ. থেকে বর্ণিত দুইটি দোয়া তুলে ধরা হলো। প্রতিটি মানুষের জীবনের শান্তি ও সাফল্য অর্জনের জন্য এই দোয়াগুলো করা যেতে পারে।

বিজ্ঞাপন

আদি পিতা হজরত আদম আ.-এর দোয়া

رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا ٜ وَ اِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَ تَرۡحَمۡنَا لَنَكُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ

বিজ্ঞাপন

অর্থ : ‘হে আমাদের পালনকর্ততা, আমরা নিজদের প্রতি যুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব’। (সূরা আরাফ, আয়াত : ২৩)

বিজ্ঞাপন

শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর আদেশ অমান্য করে শাস্তির মুখোমুখি হয়েছিলেন অদি পিতা হজরত আদম আ.। নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি করেছিলেন।

বিজ্ঞাপন

হজরত নূহ আ. -এর দোয়া

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْئَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عُلْمٌ وَ إِلَّا تَغْفِرْلِيْ وَ تَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ

বিজ্ঞাপন

অর্থ : হে আমার পালনকর্তা আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। (সুরা হূদ : আয়াত ৪৭)

হজরত নূহ আ.-এর জাতি অন্যতম অবাধ্য জাতির একটি। নূহ আ. প্রায় ৯০০ বছর চেষ্টা করেও তাদের দ্বীনের পথে আনতে পারেননি। অবাধ্যদের সঙ্গে তাল মিলিয়েছিল হযরত নূহ আ.-এর ছেলে কেনানও। মহান আল্লাহ তায়ালা প্লাবনের মাধ্যমে এই অবাধ্য জাতিকে ধ্বংস করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হযরত নূহ আ. প্লাবন থেকে নিজের সন্তানকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। কিন্তু আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন, খোদাদ্রোহী কেউ রক্ষা পাবে না। তখন অনুশোচনাবোধ থেকে আল্লাহর কাছে এই দোয়া করেন নূহ আ.।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD