Logo

ডুয়েটে প্রথম সিএসই পুনর্মিলনী অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২০ জানুয়ারী, ২০২৫, ০১:২৪
27Shares
ডুয়েটে প্রথম সিএসই পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ফেলে আসা দিনের বন্ধুত্ব নতুনভাবে উজ্জীবিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি)  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার৷ সম্মানিত অতিথি ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন এবং পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস এক মিলনমেলায় রূপ নেয়। অ্যালামনাইবৃন্দ পুরনো দিনের স্মৃতিচারণ ও ভাব-বিনিময়ে মেতে ওঠেন। এটি সিএসই পরিবারের অতীত, বর্তমান ও ভবিষ্যতকে একসূত্রে গেঁথেছে। ফেলে আসা দিনের বন্ধুত্ব নতুনভাবে উজ্জীবিত হয়েছে। এই আয়োজন নতুন সংযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি মহতি উদ্যোগ। যা পরবর্তী প্রজন্মের আইটি প্রফেশনালদের জীবন চলার পথকে প্রসারিত ও সুগম করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সূচনা হয় শান্তির প্রতীক সাদা পায়রা উড়ানো, বেলুন উড্ডয়ন ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। পরবর্তীতে অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃক্ষরোপন করা হয়। এরপর দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই প্রাণবন্ত আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সিএসই বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাইবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD