সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজ শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা যায়, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানায়, সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেওয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল, আসন সংখ্যা কমানোসহ ৫ দফা দাবি) অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রোভিসি আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেন। দুর্ব্যবহার করে শিক্ষার্থীদের বের করে দেন তিনি।
বিজ্ঞাপন
এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের দাবি মেনেই সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। রাষ্ট্র যখন আমাদেরকে নিয়ে সিদ্ধান্তে আসছে, ঠিক তখনই তারা বিভিন্ন টালবাহানা শুরু করেছে। প্রোভিসির অসদাচরণের প্রতিবাদে আজ আমরা এখানে আন্দোলন করছি।
বিজ্ঞাপন
এদিকে আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক আটকে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো
বিজ্ঞাপন
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে নতুন শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
বিজ্ঞাপন
৪. ভর্তি পরিক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র টাকা জমা রাখতে হবে।
বিজ্ঞাপন
এমএল/