Logo

মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২৪:৩১
39Shares
মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

মমেকে শিবির-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ মোতায়েন

বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের ঘাটিতে হামলা দিতে চাই ছাত্রশিবির এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন মমেক ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। 

রবিবার (২ জানুয়ারি) এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিজ্ঞাপন

তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কেউ আহত হননি বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক।

বিজ্ঞাপন

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিব্রতবোধ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। তবে কারা করেছে আমার জানা নেই। ঘটনার সময় আমি আমার কক্ষে ছিলাম।  

বিজ্ঞাপন

মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন বলেন, নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির এই বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে শুনেছি। তবে কলেজের ঘটনার সঙ্গে শিবিরের কোনো কর্মী জড়িত নয় বলে দাবি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ। 

বিজ্ঞাপন

তিনি জানান, ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD