সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কোর্ট রিপোর্টার্স ইউনিটির নিন্দা

একইসঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দায়িত্বরত সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকার অধস্তন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিবৃতিতে তারা বলেন, পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় দণ্ডিতদের খালাসের রায় নিয়ে ব্রিফিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কর্মরত সাংবাদিকরা। এ সময় ঈশ্বরদী থেকে আগত কয়েকজন বিএনপির কিছু উশৃংখল নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। হামলায় আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতারকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় আরও কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন এবং ক্যামেরা ভাঙচুর করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নেতৃদ্বয় আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চ আদালতের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সাংবাদিকদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বানের স্পিরিট ও উচ্চ আদালতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তাই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। একইসঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও সুপ্রিম কোর্ট প্রসানের প্রতি অনুরোধ করছি।
এমএল/








