Logo

শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪৮
43Shares
শিগগিরই সুপ্রিমকোর্ট সচিবালয় চান প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

যদি থাকে, সেটা দূর করা হবে

বিজ্ঞাপন

শিগগিরই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১৬ এপ্রিল) সুপ্রিমকোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা জানান প্রধান বিচারপতি। কবে নাগাদ প্রত্যাশা করেন- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা তো বলা যায় না। তবে শিগগিরই চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুপ্রিমকোর্টে সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই-বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে বাস্তবায়নের জন্য কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কি না। যদি থাকে, সেটা দূর করা হবে।

সুপ্রিমকোর্টের মূল ভবন ও এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা স্বাস্থ্যসম্মত এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবান্ধব দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিমকোর্টের অনুমোদনে ব্র্যাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিমকোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। 

এ সময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য তিনি ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD