আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে গ্র্যান্ড কাওয়ালি নাইট শুরু

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে
বিজ্ঞাপন
রাজধানী ঢাকার ৩০০ ফিটে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে গ্র্যান্ড কাওয়ালি নাইট শুরু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মোট ১২ দিন চলবে এই অনুষ্ঠান।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, আগামী মে মাসের ২, ৩, ৮, ৯, ১০, ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ তারিখে গ্র্যান্ড কাওয়ালি নাইট অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
বিজ্ঞাপন
আয়োজকরা বলেন, ‘এই আয়োজনে ঐতিহ্যবাহী মুঘল শাহি রান্না ও কাওয়ালির সুরে বিমোহিত হবেন অতিথিরা। ঐতিহ্য, সংগীত আর রাজকীয় আতিথেয়তার অপূর্ব সমন্বয় আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে বাংলার মুগল যুগের গৌরবে।’
বিজ্ঞাপন
তারা আরও জানান, এই বিশেষ আয়োজনে থাকছে প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় সরাসরি কাওয়ালি সংগীত, মুঘল শাহি রেসিপিতে তৈরি ঐতিহ্যবাহী খাবার, বাঙলার মুঘল ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত থিমেটিক ডেকোরেশন, শান্ত, সবুজ ও নিরিবিলি এবং শহরের কোলাহল থেকে দূরে এক স্বপ্নিল সন্ধ্যা।
বিজ্ঞাপন
টেবিল রিজারভেশনের জন্য কল করুন +৮৮০ ১৯৯১-১৯৭৭১৯ নম্বরে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ICCB Heritage Restaurant-এর অফিসিয়াল ফেসবুক পেজে।
বিজ্ঞাপন
এমএল/








