Logo

ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলায় এনআরবিসি ব্যাংক

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৫, ০৪:৩৬
34Shares
ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলায় এনআরবিসি ব্যাংক
ছবি: সংগৃহীত

মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত চার দিনব্যাপী মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মুস্তাফা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মেলায় এনআরবিসি ব্যাংকের স্টলটি আগামী রবিবার (১১ মে) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এনআরবিসি ব্যাংকের স্টলে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা, নতুন নতুন

বিজ্ঞাপন

ব্যবসা সম্পর্কে জানানো এবং উদ্যোক্তা হতে ঋণসহ প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া এনআরবিসি ব্যাংকের স্টলে এনআরবিসি ব্যাংকের ঋণ সহায়তায় গড়ে ওঠা দুজন নারী উদ্যোক্তার উৎপাদনকৃত পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ দেওয়া হয়েছে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD