Logo

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা

profile picture
জনবাণী ডেস্ক
১২ মে, ২০২৫, ০৭:০৬
66Shares
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা
ছবি: সংগৃহীত

চলমান এই বৃষ্টি প্রায় এক ঘন্টার মতো থাকবে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার

বিজ্ঞাপন

তীব্র গরমের মধ্যে রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামীকাল সোমবার (১২ মে) থেকে বৃষ্টি নামার কথা থাকলেও কিছুটা আগেভাগেই ঝুম বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকাতে। 

রবিবার (১১ মে) রাত ৮টা ৩০মিনিটের দিকে এ বৃষ্টি শুরু হয়। তাই রাত থেকেই সুসংবাদ পেল নগর বাসীরা। সে হিসেবে গত কিছুদিন টানা তাপদাহে অস্থির নগরবাসী রবিবার রাতে শান্তির ঘুম ঘুমাবেন বলে আশা করা যায়। চলমান এই বৃষ্টি প্রায় এক ঘন্টার মতো থাকবে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওদিকে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রবিবার কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ পলাশ তার স্ট্যাটাসে বলেছেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে চলতি মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’ (শ্রীলংকার দেওয়া নাম)।

স্ট্যাটাসে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে ২৪ থেকে ২৬ মে’র মধ্যে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD