Logo

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৫, ০৪:৫৫
107Shares
২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫
ছবি: সংগৃহীত

দেশে আবারও করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

বিজ্ঞাপন

দেশে আবারও করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে নতুন করে আরও ১৫ জনের শরীরে এই ভয়াবহ ভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন করে দুই জনের মৃত্যুতে দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪০২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে।

বিজ্ঞাপন

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরস থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন

২০২০ সালের ৮ মার্চ দেশে সর্বপ্রথম ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে এ করনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD