Logo

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাতজন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৫, ০৬:২২
100Shares
সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সাতজন
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন

বিজ্ঞাপন

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে সাতজনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার পাঁচ দশমিক চার শতাংশ। এই সময়ে করোনা থেকে মোট পাঁচজন সুস্থ হয়েছেন। পরীক্ষার অনুপাতে সুস্থ্যতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০ লাখ ১৯ হাজার ৪০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ঢাকা বিভাগে ৮৪টি এবং চট্টগ্রামে ৫৪টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩৯টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, সবশেষ শুক্রবার (১৩ জুন) করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়। তবে গত ২৪ ঘন্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD