Logo

আগামী ৬ জুলাই পবিত্র আশুরা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৫, ০৭:৩০
132Shares
আগামী ৬ জুলাই পবিত্র আশুরা
ছবি: সংগৃহীত

এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী রবিবার (৬ জলাই)

বিজ্ঞাপন

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী রবিবার (৬ জলাই)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।

আশুরার দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার পবিত্র আশুরা রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, আশুরা শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামী ইতিহাসে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। তবে মুসলিম শিয়াপন্থিরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন।

কারবালা প্রান্তরে মহানবী (সাঃ)’র দৌহিত্র ইমাম হোসেনের শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা উদযাপিত হয়। তবে ইসলামের ইতিহাসে আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD