Logo

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, যে সুবিধা থাকছে

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ০৪:৪০
355Shares
এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার, যে সুবিধা থাকছে
ছবি: সংগৃহীত

এছাড়া আপডেটেড ইন্টারফেসের আগে থেকেই সাজেশন প্রম্পট যুক্ত থাকবে

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নতুন ফিচার যুক্ত হলো। এবার মেটা এআই এর সাথে রিয়েল টাইম ভয়েস চ্যাট করা যাবে। নতুন এই ফিচারটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনকে আরও সহজ এবং ইন্টারঅ্যাকটিভ করে তুলবে। 

এই বিষয়ে ডব্লিউবেটা ইনফো জানিয়েছে, আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট আগামী কয়েক সপ্তাহে সবার জন্য চালু হবে। ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআই-এর সাথে ভয়েস সেশন শুরু করতে পারবেন। চাইলে সেটিংস থেকে মেটা এআই খোলার সঙ্গে সঙ্গে ভয়েস চ্যাট স্বয়ংক্রিয়ভাবে চালুর অপশনও চালু করা যাবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

কল ট্যাব থেকেও ব্যবহারকারীরা সরাসরি ভয়েস কথোপকথন শুরু করতে পারবেন। এছাড়া আপডেটেড ইন্টারফেসের আগে থেকেই সাজেশন প্রম্পট যুক্ত থাকবে। এর ফলে যারা কথোপকথন শুরু করবেন বুঝতে পারছেন না, তারা সহজেই কথোপকথন শুরু করতে পারবেন।    

ভয়েস চ্যাট চলাকালীন সময় ব্যবহারকারীরা গ্যালারি বা ক্যামেরা থেকেও ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন। ‘কোলাপস’ অপশন ব্যবহার করে অন্য অ্যাপ ব্যবহারের সময়ও ভয়েস চ্যাট চালিয়ে যাওয়া যাবে। এতে মেটা এআই নোট পড়া বা ওয়েব ব্রাউজ করার সময়ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রয়োজনে ব্যবহারকারীরা মাইক্রোফোন নিঃশব্দ বা ভয়েস সেশন ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন। অ্যাপল ডিভাইসে মাইক্রোফোন চালু থাকলে স্ক্রিনের উপরের ডানদিকে কমলা বিন্দু দেখা যাবে, যা গোপনীয়তা সুরক্ষার অংশ।

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার টাইপ করার ঝামেলা অনেকটাই কমিয়ে দেবে। বিশেষ করে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা শারীরিকভাবে সীমাবদ্ধ ব্যবহারকারীদের জন্য।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD