Logo

ব্যস্ত সড়কে সভা-সমাবেশ না করার আহ্বান ডিএমপি কমিশনারের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ০৭:৩৯
70Shares
ব্যস্ত সড়কে সভা-সমাবেশ না করার আহ্বান ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

জনদুর্ভোগ কমাতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

বিজ্ঞাপন

জনদুর্ভোগ কমাতে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

শনিবার (২৩ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, সড়কে সমাবেশের কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। তাই জনদুর্ভোগ এড়াতে বিকল্প স্থানে কর্মসূচি করা জরুরি।

তিনি জানান, ঢাকায় সমাবেশের জন্য ৯১টি বিকল্প স্থান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মতিঝিলে ১৫টি, তেজগাঁওয়ে ১২টি, লালবাগে ১৭টি, ওয়ারীতে ১৪টি, গুলশানে আটটি, মিরপুরে ১১টি, উত্তরায় ১০টি এবং রমনায় চারটি স্থান নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা নগরীর যানজট, মাদক বিস্তার ও কিশোর গ্যাংয়ের সমস্যা উল্লেখ করে এগুলো সমাধানে পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারা বলেন, ঢাকাবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি নির্বাচন সামনে রেখে নাশকতা রোধেও পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD