ঢাবির প্রবেশমুখে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার রাত থেকে শাহবাগ মোড়ে ব্যাপক ভিড় জমায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার রাত থেকে শাহবাগ মোড়ে ব্যাপক ভিড় জমায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। একই সঙ্গে নীলক্ষেত সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারেও দেখা যায় উৎসুক জনতার ভিড়।
সরেজমিনে দেখা যায়, রাত পৌনে ১২টার পরও শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জটলা করে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা হিমশিম খেতে থাকেন এবং বারবার মাইকিং করে ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা চালান। পুলিশ জলকামান ও এপিসি নিয়ে সতর্ক অবস্থান নেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে সবাইকে অযথা ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন, “ভোটগ্রহণ শেষ হয়ে গণনা চলছে। অনাবশ্যক ভিড় পরিস্থিতি জটিল করতে পারে।”
এর আগে বিকাল থেকে নির্বাচনের ফলাফল ঘিরে শাহবাগে জড়ো হতে শুরু করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, তাদের সমর্থিত প্যানেল ডাকসু নির্বাচনে জয়ের পথে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও কৌতূহলবশত অবস্থান নেন শাহবাগ মোড়ে।
বিজ্ঞাপন
এএস








