Logo

অমর একুশে হলে সাদিক কায়েমের বড় লিড, আবিদ পেলেন ১৪১ ভোট

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৩
46Shares
অমর একুশে হলে সাদিক কায়েমের বড় লিড, আবিদ পেলেন ১৪১ ভোট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হলের ফলাফল প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হলের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান ১৪১ ভোট।

ভিপি পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা পান ৯০ ভোট এবং আব্দুল কাদের পান ৩০ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই হলে জিএস পদেও শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্রার্থী বাকের মজুমদার পান ১৮৭ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পান ১৮০ ভোট, মেঘমল্লার বসু ৮৬ এবং আল সাদী ভুঁইয়া ৬ ভোট।

এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান ৫২১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ১৪১ ভোট। অন্যদিকে, তাহমিদ মুদাসসির পান ১০১ ভোট এবং এ্যানি পান ৮ ভোট।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অমর একুশে হলে ঘোষিত এই ফলাফলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD