Logo

ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৩
27Shares
ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী
ছবি: সংগৃহীত

ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী

বিজ্ঞাপন

ফল ঘোষণার সময় সিনেট ভবনে উল্লসিত ছাত্রশিবিরের সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মুহা. মহিউদ্দীন খান (বাঁ থেকে)। তাঁরা ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফল ঘোষণার সময় সিনেট ভবনে উল্লসিত ছাত্রশিবিরের সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মুহা. মহিউদ্দীন খান (বাঁ থেকে)। তাঁরা ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন।  

বিজ্ঞাপন

ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।

ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখে নেওয়া যাক এক নজরে।

বিজ্ঞাপন

সহসভাপতি (ভিপি)—আবু সাদিক কায়েম—

সাধারণ সম্পাদক (জিএস) —এস এম ফরহাদ

সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ  ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার

কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান

ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন

ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ

বিজ্ঞাপন

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া

বিজ্ঞাপন

যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি

বিজ্ঞাপন

সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী