Logo

বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকারে চার্জার লাইটে জাকসু ভোটগ্রহণ

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:০৩
32Shares
বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকারে চার্জার লাইটে জাকসু ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকারে চার্জার লাইটে জাকসু ভোটগ্রহণ

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় পৌনে দুই ঘণ্টা পর, বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল ও বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ফজিলতুন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, “আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে অনেক অন্ধকার ছিল।”

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, “আমরা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি।”

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD