Logo

ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে: কাদের মির্জা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২৪:১৭
58Shares
ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে: কাদের মির্জা
ছবি: সংগৃহীত

মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন

বিজ্ঞাপন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা বলেছেন, সিরাজপুরের চেয়ারম্যান আমাকে বলেছেন যারা ভোট কেন্দ্রে যাবেন না তাদের ভাতার কার্ড বাতিল করা হবে, আমি যেন কিছু না বলি। তবে আমি বলবো যারা ভোটকেন্দ্রে যাবেন না হাসরের দিন ওয়াদা ভঙ্গের দায়ে তাদের বিচার হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নৌকা প্রতীক সমর্থনে আয়েজিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কাদের মির্জা বলেন, “মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য) জীবিত থাকতে আপনারা তাকে ভোট দিতেন। এখন তিনি জীবিত নেই। তাই এলাকাবাসী হিসেবে ওবায়দুল কাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিবেশীর হক আদায় করবেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমি জানি কিছু এলাকায় গ্যাস না থাকায় মা-বোনদের অনেক কষ্ট হচ্ছে। আপনাদের গ্যাসের ফাইল নিয়ে ওবায়দুল কাদের সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছেন। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, বৈশ্বিক কারণে গ্যাসের সংকট। এ সমস্যা দূর হলে প্রথমেই আমাদের এলাকায় গ্যাস সংযোগ দেবেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় আরও বক্তব্য রাখেন সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন প্রমুখ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ভোটকেন্দ্রে না গেলে হাসরের দিন বিচার হবে: কাদের মির্জা