Logo

সংখ্যাটা বড় নয়, কারা বিরোধী দল সেটাই আসল: জাপা মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জানুয়ারী, ২০২৪, ২৪:৩০
57Shares
সংখ্যাটা বড় নয়, কারা বিরোধী দল সেটাই আসল: জাপা মহাসচিব
ছবি: সংগৃহীত

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সংখ্যাটা বড় নয়; পার্লামেন্টে কারা অপজিশন (বিরোধী দল) সেটাই আসল। মাননীয় স্পিকার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা আগামীতে একটি নজির হিসেবে কাজ করবে।এই স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

সোমবার (২৯ জানুয়ারি)  দুপুরে বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

জাপা মহাসচিব বলেন, “আমাদের দলের যে দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত অভিজ্ঞ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি, জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে সংসদীয় দল; এটা মানুষের আকাঙ্ক্ষার এবং বিরোধী দল হিসেবে মানুষ যেটা চায়, যে ডিমান্ড তার প্রতিফলন ঘটাবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমাদের যেটুকু সমালোচনা করা হয় বা গৃহপালিত বলে সমালোচনা যাতে না হয় সেজন্য পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আগামীতে ভূমিকা রাখব। মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সেই লক্ষ্যে কাজ করে যাব।”

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু  বলেন, “আমরা অস্বস্তির মধ্যে নেই, স্বস্তিতে আছি। যারা সংবাদ সম্মেলন করেছেন একমাত্র রওশন এরশাদ ছাড়া আর কারো কোনো পথ নেই।”

বিজ্ঞাপন

কতিপয় ব্যক্তি তাকে ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এর আগে দ্বাদশ সংসদে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD