রাজনীতি না করার ঘোষণা দিলেন মসিউর রহমান রাঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২৮শে জানুয়ারী ২০২৪

জাতীয় পার্টির থেকে বহিস্কৃত নেতা ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমকে তিনি জানান, “যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই। তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: লগি বৈঠা নয় শান্তির রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি: মঈন খান
উল্লেখ, এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাচড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আ. লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি হেরে যান। হেরে যাওয়ার পর থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন।
আরও পড়ুন: দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিনে পাল্টাপাল্টি কর্মসূচিতে পাঁচ রাজনৈতিক দল
রবিবার (২৮ জানুয়ারি) জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
