Logo

১২ ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, অধিকার পুনরুদ্ধারের দিন

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৩১ জানুয়ারি, ২০২৬, ২০:৫৫
১২ ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, অধিকার পুনরুদ্ধারের দিন
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে শুধুমাত্র ভোটের দিন হিসেবে নয়, বরং দেশের নাগরিক অধিকার পুনরুদ্ধারের দিন হিসেবে উদযাপনের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, গত ১৫ বছর ধরে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের দুঃশাসনের অবসান ঘটাতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে ভোটকেন্দ্র এবং রাজপথে সক্রিয় থাকার প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব শেষ নয়, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে পাহারা দিতে হবে। ভোটাধিকার রক্ষা করতে সক্রিয় থাকা সকলের কর্তব্য।

তারেক রহমান টাঙ্গাইলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনারও ধারণা দিয়েছেন। তিনি বলেন, টাঙ্গাইল শাড়ি দেশের জাতীয় অহংকার, যা গার্মেন্টস পণ্যের মতো সরাসরি বিশ্ববাজারে রফতানি করার উদ্যোগ নেবে বিএনপি। এছাড়া এই অঞ্চলকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁত শিল্প ও আনারস চাষিদের জন্য বিশেষ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন।

বিএনপি ক্ষমতায় এলে চালু হবে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’, যা গৃহিণীদের মাসিক আর্থিক সহায়তা এবং কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মর্যাদার বিষয়েও গুরুত্বারোপ করে জানান, আলেম-ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মগুরুর জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা থাকবে।

বিশেষ করে নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সকালেই কেন্দ্রে এসে ভোট দেওয়ার মাধ্যমে নিজের ভোটের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD