Logo

মির্জা ফখরুলকে ডিম ও জীবনের সঞ্চয় উপহার দিলেন দুই ভোটার

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৩১ জানুয়ারি, ২০২৬, ২১:০৫
মির্জা ফখরুলকে ডিম ও জীবনের সঞ্চয় উপহার দিলেন দুই ভোটার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দুই ভোটার ব্যতিক্রমী উপহার তুলে দেন।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রথমে এক নারী ভোটার ডিমের একটি ব্যাগ প্রার্থীর হাতে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার দীর্ঘদিন ধরে জমা রাখা তার মাটির ব্যাংকটি মহাসচিবের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিম ও মাটির ব্যাংক প্রার্থীর জন্য শুভেচ্ছা ও নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক হিসেবে ভোটাররা উপহার দিয়েছেন। এই ঘটনা জনসমক্ষে প্রচারণার পরিবেশকে আরও মানবিক ও রঙিন করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় নেতাকর্মীরা বলেন, এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগের নির্বাচনের সময়ও ভোটাররা আলমগীরকে বিভিন্ন অনন্য ও প্রতীকী উপহার দিয়ে তাদের সমর্থন প্রকাশ করেছেন। এই ধরনের কর্মকাণ্ড প্রার্থী ও ভোটারের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD